Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ইউনিয়ন স্বাস্থ কেন্দ্র
Details

ইসলামনগর বাজার হতে মাত্র ০১ কিলোমিটার দূরে তালেবপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রটি অবস্থিত। এই কেন্দ্রটি তালেবপুর গ্রামে অবস্থিত।

Image
label.column.field_office_cism

  

1. গর্ভকালীন যত্ন

      গর্ভকালীন সময়ে মায়ের চাই বিশেষ যত্ন। মহিলাদের গর্ভধারনের পূর্বেই নিজের স্বাস্থ্য, গর্ভধারণ ও সন্তান পালন সংক্রান্ত বিষয়ে সচেতন হওয়া দরকার। কারণ একজন সুস্থ্য মা-ই পারে একটি সু্স্থ ও স্বাভাবিক শিশুর জন্ম দিতে। তাই গর্ভবতী মায়ের জন্য প্রয়োজন সঠিক যত্ন ও পরিচর্যা। গর্ভকালীন যত্ন বাংলাদেশে মাতৃমৃত্যুর হার কমাতে বিশেষ ভাবে সাহায্য … [বাকিটুকু পড়ুন]
   2. প্রসঙ্গ : মানসিক স্বাস্থ্যের উন্নয়ন

      বিশ্বব্যাপী মানসিক রোগীর সংখ্যা বর্তমানে প্রায় ৪৫ কোটি। এই সংখ্যা থেকে বলা যায়, মানসিক স্বাস্থ্যের গুরুত্ব আজ আর নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। মানসিক স্বাস্থ্যকে বিশ্বব্যাপী প্রাধান্য দেবার প্রচেষ্টা শুরু হয়েছিল অনেক পূর্বে । সেই ধারাবাহিকতায় এ বছর ‘ওয়ার্ল্ড ফেডারেশন অব মেন্টাল হেলথ’ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য নির্ধারণ … [বাকিটুকু পড়ুন]
   3. শরীর বিষমুক্ত করার অনন্য উপায়

      ড. জেফরি মরিসনের একটি বড় পরিচয় হল তিনি নিউইয়র্কের মরিসন সেন্টারটি প্রতিষ্ঠা করেছিলেন। আর অন্য পরিচয় হল তিনি আমেরিকান অ্যাকাডেমি ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব মেডিসিন বা এসিএএম-এর বোর্ডের একজন পরিচালক। প্রতিষ্ঠানটি আগে আমেরিকান অ্যাকাডেমি অব মেডিকেল প্রিভেনটিকস্‌ নামে পরিচিত ছিল। চিকিৎসক এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীদের কাছে ড. মরিসন শরীর বিষমুক্ত করার … [বাকিটুকু পড়ুন]
   4. স্বাস্থ্য সেবায় রোগীদের কাছ থেকে কর আদায়কে নিষিদ্ধ ঘোষণা করেছেন হাইকোর্ট

      স্বাস্থ্য সেবা খাতে রোগীদের কাছে বিভিন্ন পরীক্ষায় সময় সরকারি কর (ভ্যাট) আদায়কে সংবিধান পরিপন্থী, বে-আইনী ও নিষিদ্ধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো· মমতাজ উদ্দিন সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এ রায় দেন।
      চিকিৎসা ও স্বাস্থ্য সেবার ক্ষেত্রে কর আদায়ের উদ্দেশ্যে ১৯৯১ সালের … [বাকিটুকু পড়ুন]

Citizen Charter

সেবা গ্রহিতা যে সকল সেবা পাওয়ার অধিকার সংরক্ষণ করেন

১. স্বাস্থ্য উপকেন্দ্রে আগত নারী-পুরুষ, বৃদ্ধ-যুব-শিশু সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

২. ডায়রিয়া রোগীদের জন্য ওআরএস সরবরাহ করা হয়।

৩. হাসপাতালে আগত প্রসূতি রোগীদের এন্টিনেটাল চেকআপসহ প্রয়োজনীয় উপদেশ দেয়া হয় এবং আয়রন

ট্যাবলেট সরবরাহ করা হয়।

৪. জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যক্রমেরআওতায় যক্ষ্মা রোগীদের কফ্ পরীক্ষার জন্য কফ সংগ্রহ করা হয়

এবং যক্ষ্মা ও কুষ্ঠ রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা করা হয়।

৫. শিশু ও মহিলাদের ইপিআই কার্যক্রমেরআওতায় প্রতিষেধক টিকা দেওয়া হয়।

৬. উপস্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়।

৭. উপস্বাস্থ্য কেন্দ্রে আগত কিশোর-কিশোরী ও সক্ষম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা

কার্যক্রমপরিচালনা করা হয়।

৮. প্রয়োজনে রোগীকে উপজেলা হাসপাতালে রেফার করা হয়।

৯. আগত রোগী ও তাদের আত্মীয়স্বজনগণ স্বাস্থ্যসেবা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশের জন্য সংশ্লিষ্ট

চিকিৎসকগণের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন।

১০. উপ-স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নোটিশ বোর্ড সবার দৃষ্টি গোচর হয় এমন জায়গায় স্থাপিত আছে।

নোটিশ বোর্ডে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ আছে।

১১. সরবরাহ সাপেক্ষে ঔষধসমূহ সেবাকেন্দ্র হতে বিনামূল্যে প্রদান করা হয়। তবে চিকিৎসার প্রয়োজনে কোন

কোন ঔষধ কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহিতাকেক্রয় করতে হতে পারে।

১২. বোর্ডে মজুদ ঔষধের তালিকা, প্রদানকৃত সেবাসমূহের তালিকা, সেবা প্রদানকারী চিকিৎসকের তালিকা

টানানো আছে।

General Information

১. স্বাস্থ্য উপকেন্দ্রে আগত নারী-পুরুষ, বৃদ্ধ-যুব-শিশু সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

২. ডায়রিয়া রোগীদের জন্য ওআরএস সরবরাহ করা হয়।

৩. হাসপাতালে আগত প্রসূতি রোগীদের এন্টিনেটাল চেকআপসহ প্রয়োজনীয় উপদেশ দেয়া হয় এবং আয়রন

ট্যাবলেট সরবরাহ করা হয়।

label.column.field_projects

ক্রমিক

নং

সেবার নাম

সেবা গ্রহীতা

সেবা

প্রদানকারী

সেবা প্রদানের

সময়

সেবার জন্য

প্রয়জনীয় ফি

কোথায় পাওয়া যাবে/

সেবা প্রদানের স্থান

পরিবার পরিকল্পনা,মা ও শিশু স্বাস্থ্য কর্মসূচী বাসত্মবায়ন,ব্যবস্থাপনা

উপকরন,অর্থ,তথ্য ও কর্মচারী ব্যবস্থাপনা পরিচালনা,নিয়ন্ত্রন,

তদারকী,পরিবেক্ষণ এবং সমন্বয়।

দম্পতি,মা ও শিশু এবং

কিশোর কিশোরী।

ঊপজেলা পরিবার

পরিকল্পনা কর্মকর্তা।

রবি - বৃহঃ

৯টা হতে ৫টা।

কনডম

ব্যতীত বিনা মূল্যে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,

ইউনিয়ন স্বাস্থ্য পঃ কঃ কেন্দ্র

স্যাটেঃ ক্লিনিক, বাড়ী বাড়ী

পরিবার পরিকল্পনা স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতি প্রদান, অনুসরন, জটিলতা

চিকিৎসা,শিশু,বয়স সন্ধি,মাতৃত্ব কালীন প্রজনন স্বাস্থ্য সেবা, ক্লিনিক্যাল

কর্মচারী ও আর্থিক ব্যবস্থাপনা,তদারকী ও নিয়ন্ত্রন।

মেডিক্যাল অফিসার

এম পি এইচ এফ পি

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,

ইউনিয়ন স্বাস্থ্য পঃ কঃ কেন্দ্র স্যাটেঃ ক্লিনিক।

পরিবার পরিকল্পনা, মা ও শিশু, বয়স সন্ধি কালীন ও প্রজনন স্বাস্থ্য সেবা,

তদারকী,পরিবেক্ষণ।

সহকারী পরিবার

কল্যাণ কর্মকর্তা

এম পি এইচ এফ পি

পরিবার পরিকল্পনা পদ্ধতিঃ খাবার বড়ি,কনডম,ইনজেকশন,কপারটি,ইমপ্ল্যান্ট,

ভ্যাসেকটমি/এনএসভি টিউবেকটমি,ই সি পি প্রদান,পরামর্শ অনুসরন।

গর্ভবতী,প্রসব,প্রসবোত্তর,এম আর,নবজাতক থেকে ৫বছর পর্যমত্ম শিশু বয়স

বয়স সন্ধি কালীন,প্রজনন স্বাস্থ্য ও বধ্যাত্ব সেবা ও রেফার করা।

দম্পতি,মা ও শিশু এবং

কিশোর কিশোরী।

পরিবার কল্যাণ পরিদর্শিকা।

শনি - বৃহঃ

৮টা হতে ২.৩০মিঃ

কনডম প্রতিটি ১০পয়সা অন্যান্য বিনামূল্যে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পন কার্যালয়

ঐ(এনএসভি,ইমপ্ল্যান্ট ও টিউবেকটমি ব্যতীত্ব) স্বাস্থ্য সেবা,পরামর্শদান,স্বাস্থ্য

পুষ্টি শিক্ষা।

স্যাকমো, এফ ডব্লিউ ভি,

এফ পি আই।

ইউনিয়ন স্বাস্থ্য পঃ কঃ কেন্দ্র স্যাটেঃ ক্লিনিক।

স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা, পরিবার পরিকল্পনা পরামর্শ,কনডম,বড়ি ও ইসিপি সরবরাহ ই পি আই ভিটামিন ‘‘এ’’ক্যাপসুল ও কৃমি নাশক ট্যাবলেট বিতরন,

ঝঁকিপূর্ন গর্ভবতী সনাক্তকরন ও যথাযথ কেন্দ্রে প্রেরন।

দম্পাত, মা ও শিশু এবং

কিশোর কিশোরী।

পরিবার কল্যাণ সহকারী।

রবি - বৃহঃ

৯টা হতে ৫টা।

বাড়ী বাড়ী

Address

ইসলামনগর বাজার হতে মাত্র ০১ কিলোমিটার দূরে তালেবপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রটি অবস্থিত।